বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এর ত্রি- বার্ষিক সম্মেলন ১৮ ডিসেম্বর শুত্রুবার রূপসপুরস্থ দুর্গাবাড়ী প্রাঙ্গনে সংগঠনের সভাপতি স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল ৩নং সদর ইউনিয়ন পরিষদ শাখার সম্পাদক সুদীপ দাশ রিংকু সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায় শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ- সভাপতি, শ্রীমঙ্গল রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি দিজেন্দ্র লাল রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি স্বপন রায়, সম্পাদক সুশীল শীল, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা, প্রতিথযষা ডাঃ হরিপদ রায়, জগন্নাথ দেব পরিচালনা কমিটির সভাপতি অজয় কুমার দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্য সচিব সমীরন সরকার,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সম্পাদক জহর তরফদার, ডমিনিক সরকার রনি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার সভাপতি শ্রীপদ দেব, সুনীল বৈদ্য শচী। অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরন করেন সংগঠনের সদস্যরা।
সভায় তিন বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি যথাক্রমে স্বপন কুমার বিশ্বাস, সভাপতি মন্ডলী ফিলা পতমী, শৈলেন্দ্র কুমার দেব, সম্পাদক প্রসুন কান্তি দত্ত পাপন।
সবশেষে সদ্য প্রয়াত বকুল পাল মহালদার স্বরনে মরনোত্তর সম্মাননা স্বারক তাঁর পরিবারের নিকট প্রদান করা হয়।
মন্তব্য করুন