জুড়ীতে আগুনে পুড়ে মরল ৩ টি গরু

December 20, 2020,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পূর্ব বড়ডহর গ্রামের আগুনে পুড়ে তিনটি গরুর মৃত্যু হয়েছে।

শনিবার ১৯ ডিসেম্বর রাত ৮ টার দিকে পূর্ব বড়ডহর গ্রামের মাসুক মিয়ার বাড়ির গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, এশার নামাজের পর হটাৎ করে পাশে খড়ের ঘরে আগুন লাগে। পাশেই ছিলে গোয়ালঘর। সাথে সাথেই গোয়ালঘরে আগুন ছড়িয়ে পরে। তবে বিষয়টি টের পেয়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও তিনটি গরু মারা যায়। আরেকটি গরু আশংকাজনক হওয়ায় সাথে সাথে জবাই করা হয়।

বাড়ির মালিক মাসুক মিয়া বলেন, খড়ের ঘর থেকে আগুনের সূত্রপাতা ঘটে। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ অগ্নিকাণ্ডে তিনটি গরু ও দুটি ঘর পুড়ে গেছে। আগুন কিভাবে লাগলো বুঝতে পারিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com