December 21, 2020,

স্টাফ রিপোর্টার॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক চালায় ৪২ বোতল ফেন্সিডিল জব্দ করেন।

২০ ডিসেম্বর রোববার  গোপন সংবাদের ভিত্তিতে মেজর আহমেদ নোমান জাকিও এ এস পি আফসান-আল-আলম এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর এলাকায় আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্র এর সামনের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ফে›িসডিলসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন মোঃ মাহমুদ আহমদ (৩৫), পিতা-মৃত মোঃ আলিম উল¬াহ, সাং- দরগা মহল¬া(শাহ মোস্তাফা রোড), থান-সদর, জেলা-মৌলভীবাজার ইয়াউর মিয়া(২৭), পিতা-মৃত রফিজ মিয়া,সাং-আগনসী, থানা-সদর, জেলা- মৌলভীবাজার, জুবেদ মিয়া(২৪), পিতা-মৃত বাতির মিয়া, সাং- দরগা মহল¬া (শাহ মোস্তাফা রোড), থানা- সদর, জেলা-মৌলভীবাজার।

জব্দ কৃত আলামতসহ মাদক ব্যবসায়ীদের সংশি¬ষ্ট বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক আইনে মামলা দায়ের করে সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com