শমশেরনগরে মোটরসাইকেল, ফ্রিজ ও এলইডি টিভি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন

December 22, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দুরন্ত স্পোর্টিং ক্লাবের সাফল্যের ৮ম আয়োজন মোটরসাইকেল, ফ্রিজ ও এলইডি টিভি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন ২১ ডিসেম্বর সোমবার রাত ৮ ঘটিকার সময় শমশেরনগর ডাকবাংলো সম্মুখস্থ মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদেও সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল আহমদ প্রমুখ।
উদ্বোধনীয় ১ম খেলায় দৌলতপুর ২১ সেটে পরাজিত করে কমলগঞ্জ ব্যাডমিন্টন এসোসিয়েশনকে এবং ২য় খেলায় আদিল স্পোর্টস ২০ সেটে পরাজিত করে এমদাদ সাথী মুন্সিবাজারকে।
টুর্ণামেন্টে সব পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন লন্ডন প্রবাসী শিবলী আহমেদ চৌধুরী ও উনার পরিবারবর্গ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com