শ্রীমঙ্গল মাহমুদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

বিকুল চক্রবর্তী॥ মহান বিজয় দিবসকে সামনে রেখে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করেছেন শ্রীমঙ্গল মাহমুদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।
বিদ্যালয় বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের অনুপস্থিতিতেই বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ২২ ডিসেম্বর মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো: মুজিবুল হক এর সঞ্চালনায় বিজয় দিবসের এ আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা রানী সরকার, সহকারী শিক্ষিকা শাহনাজ পারভীন, রুনা বেগম, প্রীতি রানী পাল, ম্যানেজিং কমিটির সদস্য জহানারা বেগম ও খলিল মিয়া।
সভায় বিজয় দিবসের আলোচনার পাশাপাশি বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন ও বঙ্গবন্ধু কর্নারে আরো কিছু ছবি সংযুক্তসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের খোঁজ খবর নেয়া এবং ভাচ্যুয়ালী বিজয় দিবসের কবিতা আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগীতা করায় সভাপতি শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির অনান্য সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
মন্তব্য করুন