শ্রীমঙ্গলে শুরু হয়েছে মাস ব্যাপী বঙ্গবন্ধু নাইট ক্রীকেট টুর্নামেন্ট

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে শুরু হয়েছে মাস ব্যাপী বঙ্গবন্ধু নাইট ক্রীকেট টুর্নামেন্ট ২০২০। ভাই ভাই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মঙ্গলবার রাতে পশ্চিম শ্রীমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
পশ্চিম শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও ভাই ভাই স্পোর্টি ক্লাবের সভাপতি এবাদুর রহমান কপেল। টুর্নামেন্টে উপজেলার ২০টি টিম অংশ নিচ্ছে। উদ্বোধনী রাতে খেলায় অংশনেয় স্বপ্ন স্পোর্টিং ক্লাব বনাব লালবাগ স্পোটিং ক্লাব। প্রথম দিনের খেলায় ৫ উইকেটে লালবাগ স্পোর্টি ক্লাব জয় লাভ করে।
মন্তব্য করুন