জুড়ীতে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

December 24, 2020,

আব্দুর রব॥ জুড়ীতে দৈনিক ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় পোষ্ট অফিস রোডে ইত্তেফাকের জুড়ী অফিসে উপজেলা সংবাদদাতা কামরুল হাসান নোমানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ কমিটির সদস্য এস.এম জাকির হোসাইন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুশ শহীদ খুশী চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ওমর ফারুক, আওয়ামী লীগনেতা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলাদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, এনসিসি ব্যাংকের জুড়ী শাখার ব্যবস্থাপক ইয়াসিন শিপন, উপজেলা তাতীলীগের আহ্বায়ক গোলাম রব্বানী চৌধুরী জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক আহমদ আল আজাদ সোহাদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদ ফয়ছল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, উপজেলা যুবলীগের সহ সম্পাদক ইকবাল খান, সাংবাদিক বদরুল ইসলাম, শাহ আলম, এম. রাজু আহমদ, সাইফুল ইসলাম সুমন, আল আমিন, বেলাল হোসাইন, মনিরুল ইসলাম, মাইকেল নবরুম, খুরশেদ আলম, আব্দুস সবুর, যুবলীগনেতা রাজন আহমদ, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ.আর সাজেদ, প্রমুখ।

সভায় বক্তারা বলেন, “বাংলাদেশের ইতিহাসের সাথে ইত্তেফাক মিশে আছে আপন মহিমায়। ইত্তেফাককে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না। স্বাধীনতা, গণ-আন্দোলন সহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তেজোদীপ্ত ভূমিকা রেখেছে ইত্তেফাক। প্রতিষ্ঠার ৬৮ বছর পরেও ইত্তেফাক সেই ধারা অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com