কমলগঞ্জে শ্রীগীতা শিক্ষাঙ্গন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

December 26, 2020,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নস্থ বিষ্ণুপুর প্রস্তাবিত শ্রীশ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গনে শ্রীগীতা শিক্ষাঙ্গন, মৌলভীবাজারের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৫ ডিসেম্বর শুক্রবার বিকালে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (স্বর্ণপদকপ্রাপ্ত) মোঃ ইফতেখার আহমদ বদরুল। সংগঠনের প্রধান সমন্বয়কারী এডভোকেট দীপ্তেন্দু দাশ গুপ্ত কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংবাদকর্মী নয়ন লাল দেবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট বিষ্ণুপদ ধর, বঙ্গবন্ধু লেখক পরিষদ জেলা শাখার সভাপতি কবি অসিত দেব, সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি অবিনাশ দে, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক তপন কান্তি দত্ত, শ্রীগীতা শিক্ষাঙ্গনের সমন্বয়ক জ্ঞান শংকর গৌঁড় ও মৌলভীবাজার মা-মনি প্রাইভেট হাসপাতালের পরিচালক বিমলেন্দু মালাকার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রহিমপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য শিবানী মালাকার, তরুন সংগঠক প্রসেনজিৎ মালাকার প্রমুখ।

এসময় স্থানীয় প্রায় অর্ধশতাধিক অস্বচ্ছল, দুস্থদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com