শ্রীমঙ্গল চলচিত্র উৎসব এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

December 26, 2020,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল চলচিত্র উৎসব এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ২৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৫ টা বেজে ৩৫ মিনিটে শ্রীমঙ্গল লেবার হাউস মঞ্চে এ উপলক্ষে আলোচনা সভা, গুণীজনদের সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ হরিপদ রায়, সভাপতি, বিএমএ, শ্রীমঙ্গল, লেখক ও সংগঠক মৃদুল মামুন, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ডকুমেন্টরী কাউন্সিল ও বাংলাদেশ শর্টফ্লিম ফোরাম, চলচিত্র নির্মাতা, লেখক ও সংগঠক গোবিন্দ রায় সুমন, নিবার্হী পরিচালক, বাংলাদেশ চ্যানেল এস, ইউকে। এছাড়াও উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যক্তিবর্গ। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্ধোধন করেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, এর পর গুনীজনদের সম্মাননা প্রদান করা হয় সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com