কমলগঞ্জে নাথ কল্যাণ সমিতি বাংলাদেশ এর সম্মেলন ও কমিটি গঠন

December 26, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ নাথ কল্যাণ সমিতি, বাংলাদেশ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ২৫ ডিসেম্বর দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাথ কল্যাণ সমিতি, বাংলাদেশ এর সিলেট বিভাগীয় আহবায়ক, যোগীরত্ন, ভাগবতরত্ন শ্রী রামচন্দ্র দেবনাথ।
শিক্ষক আশুতোষ দেবনাথ এর সভাপতিত্বে যোগী পিংকু দেবনাথের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাথ কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন কুমার দেবনাথ, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মহেন্দ্র চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বেনু দেবনাথ, সহ-সভাপতি সুধীর চন্দ্র দেবনাথ, শৈব যোগী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ডা: শ্রীনিবাস দেবনাথ, জেলা শাখার জেলা সাংগঠনিক সম্পাদক স্বপন দেবনাথ, কুলাউড়া শাখার সভাপতি শিক্ষক নিলোৎপল দেবনাথ, মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি বিনয় দেবনাথ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম সম্পাদক বিজয় দেবনাথ, ধর্ম বিষয়ক সম্পাদক বিজয় দেবনাথ, মৌলভীবাজার সদর শাখার সাধারণ সাম্পাদক বিমল দেবনাথ, হবিগঞ্জ সদর শাখার সাধারন সম্পাদক অরবিন্দু দেবনাথ, শৈলেন্দ্র দেবনাথ, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শিক্ষক ক্ষিরোদ দেবনাথ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ।
সম্মেলনের ২য় অধিবেশনে সর্বস্মতিক্রমে শিক্ষক ক্ষিরোদ দেবনাথকে সভাপতি, সাংবাদিক পিন্টু দেবনাথকে সাধারণ সম্পাদক ও শিক্ষক নিরোদ রঞ্জন দেবনাথকে সাংগঠনিক সম্পাদক করে নাথ কল্যাণ সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সভায় বক্তারা স্বজাতির কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে জাগ্রত হওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com