কমলগঞ্জে আলোর দিশারী সমাজকল্যাণের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণী

December 26, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ “উষ্ণতার পরশ গড়ে উঠুক সবার মাঝে” বিজয়ের মাসে অসহায় শীতার্তদের মাঝে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নগর গ্রামে আলোর দিশারী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৫ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলার ও আলোর দিশারীর প্রধান উপদেষ্টা মো.আফজাল হোসেনের সভাপতিত্ব ও মো. জাকারিয়া হাবিব (রাজিম) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন এলাকার স্থানীয় সমাজসেবক মো.রফিক মিয়া, মো.জামাল মিয়া, মো.সিদ্দেক মিয়া ও কদ্দুছ মিয়া। এসময় উপস্থিত ছিলেন, আলোর দিশারী সমাজকল্যাণ সংস্থার অর্থ সম্পাদক মো. মোক্তাদির আহমদ, প্রচার সম্পাদক নাঈম আহমদ, সদস্য সায়মন আহমদ ও নবাগত সদস্য জিয়াউল হাসান ও আব্দুস সামাদ (সাদী)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com