ডাঃ হরিপদ রায়কে সংবর্ধনা দিলো নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখা

December 26, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির আজীবন উপদেষ্টা ও নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা ডাঃ হরিপদ রায়কে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার অফিসে সংবর্ধনা অনুষ্ঠানে নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংবর্ধিত ডাঃ হরিপদ রায়, ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, নিসচা শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক গোলাম রহমান মামুন প্রমুখ।
এসময় নিসচা শ্রীমঙ্গল শাখার সকল নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা-পদক ২০১৯ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি’র সভাপতি নির্বাচিত হওয়ায় নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে ডাঃ হরিপদ রায়কে সংবর্ধনা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com