শ্রীমঙ্গল মৌ পত্রিকা বিতাণের পরিচালক অরবিন্দু পালের সহধর্মীনীর মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের শোক

December 27, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল মৌ পত্রিকা বিতানের পরিচালক অরবিন্দু পালের স্ত্রী ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অসীম পাল শ্যামলের বৌদি বিথী দত্ত পরলোক গমন করেছেন। শুক্রবার রাত ১১টার দিকে শ্রীমঙ্গল দক্ষিন ভাড়াউড়াস্থ নিজ বাস ভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। ২৭ ডিসেম্বর শনিবার বিকেলে পারিবারিক শশানঘাটে তার শেষ কৃত্য অনুষ্ঠিত হয়।
বিথী দত্ত শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের অবসর প্রাপ্ত কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দুই মেয়ে, জামাতা, স্বামী ও দেবরসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস এম আজাদুর রহমান, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সহ সভাপতি শামীম আক্তার হোসেন, সহ সভাপতি চৌধুরী ভাস্কর হোম, যুগ্ন সম্পাদক অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সঞ্জয় কুমার দে ও সাজন আহমদ রানাসহ সকল সদস্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com