শ্রীমঙ্গলে রাতের আধারে শীতার্তদের পাশে আব্দুস শহীদ এমপি

December 28, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে রাতের আধারে ঘুরে ঘুরে চা শ্রমিক নৈশ প্রহরী ও অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।
দেখা যায় রবিবার ২৭ ডিসেম্বর রাত ৯টার পর থেকে উপজেলার ফুলছড়া চা বাগান, কালীঘাট চা বাগান, রামনগর মণিপুরী বস্তি, টিকরিয়া সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য মো. সেলিম আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, যুগ্ম সম্পাদক নুরুল আমিন প্রমুখ।
আব্দুস শহীদ এমপি বলেন সরকারের পাশাপাশি গরীব অসহায় মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তিনি বলেন সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে কোন গরীব মানুষ এই শীতে কষ্ট পাবে না। শ্রীমঙ্গলে এখন প্রচুর শীত তাই বিভিন্ন সংগঠনকে সাধ্য অনুযায়ী অসহায়দের সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com