ফিনলে টি কর্তৃক ‘গুপ্ত টি হাউস’-কে সম্মাননা

সাইফুল ইসলাম॥ বাংলাদেশের সিলেট অঞ্চলের ‘চায়ের দেশ’ শ্রীমঙ্গল। এই শ্রীমঙ্গলে সবচেয়ে পুরাতন চা পাতা বিক্রয় প্রতিষ্ঠান গুপ্ত টি হাউজ। সীমিত পরিমাণ লাভ আর সততাই ব্যবসার অন্যতম মূলধন -এই কথাটিকে হৃদয়ে ধারণ করে সূচনালগ্ন থেকে দেশব্যাপি সুনাম ছড়ানো চায়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গুপ্ত টি হাউজ। চলতি বছর সর্বোচ্চ পরিমাণে ফিনলে চা পাতার বিক্রেতা হিসেবে মৌলভীবাজারের স্বনামধন্য চা ব্যবসা প্রতিষ্ঠান গুপ্ত টি হাউসকে সম্মাননা উপহার প্রদান করেছে ফিনলে টি কোম্পানি।
সোমবার ২৮ ডিসেম্বর দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে গুপ্ত টি হাউস এর স্বত্বাধিকারী পীযুষ কান্তি দাশগুপ্ত এর হাতে একটি ৩২ ইঞ্চি এইচডি টিভি উপহার তুলে দেন ফিনলে টি কোম্পানির রিজিওনাল ম্যানেজার (বিপণন) রাশেদ হাসান চৌধুরী।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ’র শ্রীমঙ্গল প্রতিনিধি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে এবং ফিনলে টি এর স্থানীয় ডিলার মো. সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, ফিনলে টি এর সিলেট বিভাগীয় বিপণন প্রতিনিধি এবাদুল ইসলাম।
এ ছাড়াও বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, শাওন টি স্বত্বাধিকারী মো. জামাল আহমেদ, পপুলার টি হাউসের স্বত্বাধিকারী শহীদ আহমেদ, মামণি টি হাউসের স্বত্বাধিকারী কাউসার আহমেদ ও সিয়াদ এন্ড সিয়াম টি হাউসের স্বত্বাধিকারী আবাছুর রহমান লিটন প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য কাউসার ইকবাল, বাংলাদেশ বেতারের মামুন আহমদ, দৈনিক আলোকিত বাংলাদেশ এর সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, সিলেটের হালচাল প্রতিনিধি মিজানুর রহমান আলম, স্বাধীন বাংলার আমজাদ হোসেন বাচ্চু, দিনকালের রুবেল আহমদ, দৈনিক দেশ রূপান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সুমন আহমেদ, দৈনিক করতোয়ার নূর মোহাম্মদ সাগর, আমাদের কন্ঠের শাকির আহমদসহ ফিনলে টি কোম্পানির বিভিন্ন এলাকার ডিলার ও কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য করুন