অনলাইন স্কুলে ক্লাস নেওয়া শিক্ষকদের সনদ ও অতিথিদের সম্মাননা প্রদান

December 28, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে “অনলাইন স্কুলে” ক্লাস নেওয়া শিক্ষকদের সম্মাননা প্রদান ও সনদ বিতরণ করা হয়েছে।
২৮ ডিসেম্বর সোমবার দুপুরে শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং অনলাইন স্কুল এর আয়োজনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অয়ন চৌধুরী এবং চন্দ্রনাথ স্কুল সহকারি শিক্ষক অনিতা দেব এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভুমি) মো. নেছার উদ্দিন, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল থানার (ওসি) তদন্ত হুমায়ুন কবির, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, ডা.হরিপদ রায়, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মনোরমা দেবী, শিক্ষক কামরুল হাসান, ভাড়াউড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক চক্রবর্তী, সাবেক শিক্ষক সমিতির সভাপতি অনুপ দত্ত, সাবেক মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমেদ সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর প্রমুখ।
এসময় অনলাইনে ক্লাস নেওয়া মাধ্যমিক এর ২৩০ জন শিক্ষক, প্রাথমিক এর ৪১ জন শিক্ষককে সনদ, এবং অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়, এবং একই সাথে মাধ্যমিক এর ৩১ জন প্রধান শিক্ষক ও প্রাথমিক এর ২৮ জন শিক্ষককে সনদ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com