শ্রীমঙ্গলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি

December 29, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ৫ দফা দাবি নিয়ে সারা দেশে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষনা দিয়েছে সারা দেশে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার ২৯ ডিসেম্বর সকাল ১১ টায় শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের  সামনে কেন্দ্রিয় কমিটির ঘোষণা অনুযায়ী শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আছিদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী নিরঞ্জন দেব, সাধারণ সম্পাদক দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের অফিস সহকারী মো. জিলাল মিয়া, বেগম রাছুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কমল চন্দ্র দাস, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. তবারক আলী প্রমুখ।

মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com