শ্রীমঙ্গলে বাইতুল ফালাহ জামে মসজিদ উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল শহরতলীর মুসলিবাগ আবাসিক এলাকায় (সুনগইড় মধ্যবাগ) নতুন নির্মিত বাইতুল ফালাহ জামে মসজিদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
২৯ ডিসেম্বর মঙ্গলবার জুহরের নামাজ আদায়ের মাধ্যমে নতুন মসজিদেও কার্যক্রম শুরু হয়। জুহরের নামাজের ইমামতি করেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শেখবাড়ি জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক, পীর সাহেব বরুণা। নতুন মসজিদ উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিলের। মাহফিলে প্রধান অতিথির আলোচনা করেন বরুণার পীর, শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক। দোয়া মাহফিলের সমাপনী অধিবেশনে সঞ্চালনা করেন বাইতুল ফালাহ জামে মসজিদ কমিটির সহ-সভাপতি, লেখক ও সাংবাদিক প্রিন্সিপাল মাওলানা মুফতি এহসান বিন মুজাহির। গতকাল সাড়ে দশটায় দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়ে বেলা ৩টায় বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।
দোয়া পরিচালনা করেন বরুণার পীর, আমীরে আঞ্জুমানে হেফাজতে আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক। মোনাজাতে এলাকাবাসী, মসজিদের জমিদাতা, মসজিদ নির্মাণে সহায়তাকারী দেশ-বিদেশের সকল দাতাসহ মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানের প্রথম অধিবেশন পরিচালনা করেন মসজিদ কমিটির মুতাওয়াল্লি এম এ মতিন রানা এবং সহ-সাধারণ সম্পাদক হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী। দোয়া মাহফিলে আলোচনায় অংশ নেন শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জামাল উদ্দিন এবং মুফতি মাহমুদুল হাসান বাহুবলী। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাইতুল ফালাহ জামে মসজিদ কমিটির উপদেষ্ঠা হাজী আব্দুস সালাম ছালেক, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মোঃ বদরুজ্জামান সেলিম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, মসজিদ কমিটির উপদেষ্ঠা মোঃ জয়নাল আবেদীন চৌধুরী, হাজী শেখ মোঃ জমির মিয়া, মাওলানা আয়েত আলী, এলাকার বিশিষ্ট মুরব্বী আফতাব মিয়া, তাজু মিয়া, সিরাজ মিয়া, আল মদীনা জামে মসজিদ কমিটির সেক্রেটারি এইচ এম ইয়াকুব চৌধুরী, শ্রীমঙ্গল জামেয়া ইসলামিয়ার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুশ শাকুর, মঈনে মুহতামিম মুফতি মনির উদ্দিন, জামেয়া হাসানিয়া সুনগইড় মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম, খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গল এর সভাপতি হাফেজ মুহাম্মাদ আব্দুল্লাহ চৌধুরী জুমন, আল মদীনা জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান, ভানুগাছ রোড আল আত্তার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মামুনুর রশিদ, সুনগইড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজিজুর রহমান হোসাইনী, সিন্দুরখান রোড এলাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল ইসলাম, কালিঘাট রোড বাইতুল আমান জামে মসজিদের ছানী ইমাম হাফেজ মাওলানা আবু মুসা, শাহীবাগ জামে মসজিদের ছানী ইমাম হাফেজ জামাল উদ্দিন, রেলওয়ে স্টেশন জামে মসজিদের ছানী ইমাম হাফেজ আব্দুল মুমিন, গাজিপুর গ্রাম সরকার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুহিত, বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাফায়েত উল্লাহ এবং হাফেজ মাওলানা মুফতি বেলাল আহমদ প্রমুখ। মসজিদ কমিটির নেতৃবৃন্দর মাঝে উপস্থিত ছিলেন বাইতুল ফালাহ জামে মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ আলহাজ্ব মিজানুর রহমান, সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক, সহ-সেক্রেটারি শিপন আহমেদ, আশিকুর রহমান চৌধুরী, মুস্তাাফিজুর রহমান মিন্টু, সহ প্রচার সম্পাদক জুয়েল রানা, শাহীন চৌধুরী, সেলিম আহমেদ, সদস্য মাহমুদুল হাছান কামাল, আবদুল মজিদ, মতিউর রহমান, মুজাহিদ ও ইয়াসিনসহ কমিটির অন্যান্য দায়িত্বশীলরা।
মন্তব্য করুন