কমলগঞ্জে চুলাই মদসহ আটক-২
December 30, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের ফাঁড়ি চা বাগান কানিহাটি থেকে ২৪ লিটার চুলাই মদসহ ২ ব্যক্তিকে পুলিশ আটক করেছে। একই সাথে আটক দুই ব্যক্তির কাছ থেকে ওয়াশ নামে ৬০ লিটার তরল ঔষধও উদ্ধার করা হয়। আটককৃতরা হলো কানিহাটি চা বাগানের মন্টু গোয়ালা (৫০) ও উমেশ গোয়ালা (৩২)। মঙ্গলবার ২৯ ডিসেম্বর সন্ধ্যায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মদসহ ঔ দুই ব্যক্তিকে আটক করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে আটকদের গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন