কমলগঞ্জে চুলাই মদসহ আটক-২

December 30, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের ফাঁড়ি চা বাগান কানিহাটি থেকে ২৪ লিটার চুলাই মদসহ ২ ব্যক্তিকে পুলিশ আটক করেছে। একই সাথে আটক দুই ব্যক্তির কাছ থেকে ওয়াশ নামে ৬০ লিটার তরল ঔষধও উদ্ধার করা হয়। আটককৃতরা হলো কানিহাটি চা বাগানের মন্টু গোয়ালা (৫০) ও উমেশ গোয়ালা (৩২)। মঙ্গলবার ২৯ ডিসেম্বর সন্ধ্যায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মদসহ ঔ দুই ব্যক্তিকে আটক করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে আটকদের গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com