কমলগঞ্জ পৌরসভা নির্বাচন প্রতীক বরাদ্ধ ও প্রার্থীদের আচরণ বিধি নিয়ে উপস্থিতিতে মতবিনিময় সভা

December 30, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ১৬ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জে পৌরসভার নির্বাচন উপলক্ষে মেয়র, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউনিন্সলর প্রার্থীদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০ ডিসেম্বর সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার জেলা নির্বাচন কার্যালয় ও রিটার্নিং অফিসারের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহঙ্গীর আলম তালুকদারের সঞ্চালনায় প্রতীক বরাদ্ধ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নারসরিন চৌধুরী, সিনিয়র সহকারি পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান ও পরিদর্শক (তদন্ত) সোহেল রানা।
সভায় নির্বাচনে অংশগ্রহনকারী মেয়র, নারী কাউন্সিলর ও পুরষ কাউন্সিলরদের উপস্থিতিতে আসন্ন নির্বাচনের আচরণ বিধি পাঠ করে শুনান উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম তালুকদার। পরে মুক্ত আলোচনায় মেয়র প্রার্থী (আ,লীগ) মো. জুয়েল আহমেদ, আবুল হোসেন (বিএনপি), আনোয়ার হোসেন (বিদোহী আ,লীগ) ও মো. হেলাল মিয়া (বিদ্রোহী আ,লীগ) সহ সকল কাউন্সিলর প্রার্থীরা বলেন, তারা একটি অবাদ ও নিরপেক্ষা নির্বাচন চান। এখানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সবাই যেন সততা ও নিষ্টার সাতে দায়িত্ব পালন করেন। ভোটাররা ভোট দিয়ে যাকে খুশী নির্বাচিত করতে তা তারা মেনে নিবেন। তবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তারা যেন কোনভাবে দায়িত্বে অবহেলা না করেন।
এ জবাবে, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামান ও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আলমগীর হোসেন বলেন, অবাদ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোন প্রকার কার্পণ্য হবে না। তারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। তবে প্রার্থী ও সমর্থকরা কোন প্রকার আচরণ বিধি লঙ্গন করণে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মতবিনিময় সভা শেষে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী মো. জুয়েল আহমেদকে নৌকা প্রতীকের বরাদ্ধপত্র, বিএনপির প্রাথী আবুল হোসেনকে ধানের শীষ প্রতীকের বরাদ্ধপত্র, বিদ্রোহী আওয়ামীলীগ প্রার্থী আনোয়ার হোসেনকে নারিকেল গাছ প্রতীক ও বিদ্রোহী আ,লীগ প্রার্থী মো. হেলাল মিয়াকে জগ প্রতীকের বরাদ্ধপত্রসহ সকল কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধপত্র দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com