নতুন বছরকে স্বাগত জানিয়ে ফিনলে টি কোম্পানি কেক কাটা অনুষ্ঠান

December 31, 2020,

সাইফুল ইসলাম॥ নতুন বছর ২০২১ কে স্বাগতম জানিয়ে ২০২০ কে বিদায় উপলক্ষে ফিনলে টি কোম্পানির ডিলার ফাহিম এন্টারপ্রাইজের সৌজন্যে স্বাস্থ্যবিধি মেনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের সাগরদিঘী রোডস্থ প্রতিষ্ঠানের নিজ কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফিনলে টি কোম্পানির পক্ষ থেকে উপস্থিত হয়ে বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান ও ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের জিএম গোলাম মোহাম্মদ শিবলী কেক কেটে নতুন বছরের সূচনা করেন ।
অনুষ্ঠানে ফাহিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও ফিনলে টি কোম্পানীর ডিলার সাংবাদিক মো.সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন গুপ্ত টি হাউসের স্বত্বাধিকারী ভোলা দাস গুপ্ত, মাহাদী টি হাউসের স্বত্বাধিকারী সাংবাদিক মামুন আহমেদ ও রকিব টি হাউসের স্বত্বাধিকারী সাংবাদিক এম এ রকিব, এনটিভি ইউরোপ প্রতিনিধি পিন্টু দেবনাথ, জামাল টি হাউসের স্বত্বাধিকারী জামাল আহমেদ, মা মণি টি হাউসের স্বত্বাধিকারী কাউছার আহমেদ, মাষ্টার টি হাউসের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বুলবুল, সিয়াদ সিয়াম টি হাউসের স্বত্বাধিকারী আবাসুর রহমান লিটন, সবুজ টি হাউসের স্বত্বাধিকারী মিলন আহমেদ প্রমুখ।
বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান ও ফিনলে চা বাগানের ভাড়াউড়া ডিভিশনের জিএম গোলাম মোহাম্মদ শিবলী বলেন, ফিনলে চা হচ্ছে আসল চা। খুশির খবর হলো জাপান থেকে আমদানিকৃত উন্নতমানের ৪ কোটি টাকা মূল্যের গ্রীন টি মেশিন জাগছড়া চা বাগানে জাপানি গ্রীণ টি মেশিন স্থাপনের কাজ চলছে। জাপানি গ্রীণ টি অত্যন্ত ভালো মানের। চা শরীরকে সতেজ করে, কর্ম ক্ষমতা বাড়িয়ে তুলে। তাই ভালো মানের চা হচ্ছে ফিনলে চা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com