অবশেষে মারা গেল বানর : পরে নিজ আবাসস্থলে সমাহিত

July 24, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল শহর বেড়ানো সেই বিশাল বানর টি অবশেষে বৈদ্যুতিক তারে লেগে মারা গেলো। ২৪ জুলাই শনিবার সকালে শহরের মৌলভীবাজার সড়কে ৩৩ কেবি বৈদ্যুতিক তারে জড়িয়ে সে মারা যায়। পরে প্রাণীটির নিজ আবাস ভূমিতে সমাহিত করা হয়।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ঘটনাস্থল থেকে বানরটি কে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। সজল দেব জানান, বানরটি লম্বায় প্রায় তিন ফুট। গত এক বছর ধরে এটি শহরে বিভিন আবাসকি এলাকার গাছগাছা লিতে ঘুরে বেড়াতো। বন বিভাগ তাকে বনে ফিরিয়ে নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। বানটি এতো বড় ছিলো এটি মানুষের চোখে পড়তো এবং যেভাবে সে আবাসিক এলাকায় ঘুড়ে বেড়িয়েছে এতে প্রাণীটির জন্য মানুষের ও ভালোবাসা জন্মে। সকালে মৌলভীবাজার সড়কে প্রানীটিম ৃত দেহ দেখে অনেকেই বিষন হন। দুপুরের দিকে বানটি কে বন বিভাগ লাউয়াছড়া বনের জানকীছড়ায় মাটি চাপা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com