অ্যাডিশনাল ডিআইজি সিলেট রেঞ্জ, পুলিশ অফিস পরিদর্শন

May 24, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার পুলিশ অফিস হিসাব শাখার ১ম অর্ধ বার্ষিক পরিদর্শন করলেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপস্), সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট বপ্লব বিজয় তালুকদার ।
মঙ্গলবার ২৪ মে সকাল ১১ টায় অ্যাডিশনাল ডিআইজি মহোদয় পুলিশ অফিসে পৌঁছালে তাঁকে জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ফুলেল অভ্যর্থনা জানান। এসময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল অতিরিক্ত ডিআইজি কে গার্ড অব অনার প্রদান করে।
সালাম ও অভ্যর্থনা গ্রহণ শেষে অতিরিক্ত ডিআইজি মহোদয় পুলিশ অফিস হিসাব শাখার বিভিন্ন কার্যক্রম ও রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ অফিস হিসাব শাখা পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম, জেলা বিশেষ শাখার ডিআইও -১ মোহাম্মদ আব্দুল হাই চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামাল ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com