আইডিয়াল স্কুলের শিক্ষক শিপন স্যারের অকাল মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার আইডিয়াল কেজি এন্ড জুনিয়ার হাই স্কুলের শিক্ষক ও মৌলভীবাজার সরকারি কলেজের অর্নাস ৪র্থ বর্ষের ছাত্র শিপন আহমদ (২৪) এর অকাল মৃত্যুতে ২০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে আইডিয়াল স্কুল মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আইডিয়াল কেজি এন্ড জুনিয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক এমরান হোসেন মজুমদার, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি লিয়াকত আলী,মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্য ও সাপ্তাহিক পাতাকুঁিড়র দেশ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্য,জিবি নিউজ ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল,উওর জগন্নাথপুর জামে মসজিদের খতিব ফয়সল আহমদ হেলালি, রঘুন্দনপুর বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মোও: আনছারুল হক, আইডিয়াল কেজি এন্ড জুনিয়ার হাই স্কুলের শিক্ষক উবেদ আলী, হুমায়ুন কবির,বুরহান উদ্দিন,পাভেজ আহমদ,সোহেল আহমদ,হাফেজ ফারুক আহমদ,আরিফ রব্বানী,আব্দুস শহিদ,জেমি বেগম,কাকলী আক্তার,নয়ন পাল,মানস চক্রবতী,তহুরা বেগম,নাঈমুর রহমান,তাজুল ইসলাম হেপী বেগম,মোতাহের আলীসহ স্কুলের অভিবাক ছাত্র ছাত্রীরা। উল্লেখ্য গত শনিবার ১৫ অক্টোবর সকালে হ্নদরোগে আক্রান্ত তিনি ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি… রাজিউন )।
মন্তব্য করুন