আওয়ামীলীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা
October 20, 2016,

স্টাফ রিপোর্টার॥বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম জাতীয় সম্মেলনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিক লীগ।
২০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে চৌমোহনা থেকে মিছিলটি বের হয়ে শহরের সেন্ট্রাল সড়ক প্রদক্ষীন করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয় । সেখানে জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মো: মসুদ আহমদের সভাপতিত্বে ও বাংলাদেশ কৃষক লীগ মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক জমসেদ আহমদ এর পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, রেজা আহমদ, সুজিদ দাস, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রনি প্রমুখ। এ সময় বক্তারা সম্মেলনের সফলতা কামনা করেন।
মন্তব্য করুন