আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক এর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

December 7, 2022,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট ডা. এস এ মালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি।

বুধবার ৭ ডিসেম্বর এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এবং জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে ডা. এস এ মালেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর কর্মের মধ্য দিয়ে বাঙালি জাতির হৃদয়ে দীর্ঘকাল বেঁচে থাকবেন।

উল্লেখ্য, ডা. এস এ মালেক (৮৭) মঙ্গলবার ৬ ডিসেম্বর রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com