আকবর হত্যাকান্ডের বিচারের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

স্টাফ রিপোর্টার॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আকবর হত্যাকান্ডের বিচারের দাবিতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন পালন করে।
৮ সেপ্টেম্বর দুপুরে ক্লক টাওয়ার প্রাঙ্গণে ওয়াহিদূর রহমান ডেনির সভাপতিত্বে ও মনজুরে মওলা তানজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সুমন কান্তি দাশ, নাঈম, বর্ষন ভট্টাচার্য, মনীষ দত্ত, দেওয়ান মোয়াজ, ওয়াকিব আহমেদ সৌরভ, তানভির, সোহাগ, সায়েম প্রমুখ।
এ সময় বক্তারা অনতিবিলম্বে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য ২৭ আগষ্ট আকবর হোসাইন খান কে চট্টগ্রাম ফ্লাইওভার থেকে ফেলে দেয়ার পর তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ১ সেপ্টেম্বর আকবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মন্তব্য করুন