আজিজুর রহমানকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

October 29, 2020,

স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধুর সহচর, মৌলভীবাজারের জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা, গণপরিষদ সদস্য আজিজুর রহমানকে স্বাধীনতা পুরস্কার ২০২০ প্রদান করা হয়েছে।
২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কারে ভূষিতদের হাতে পদক তুলে দেন। আজিজুর রহমানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার ভাই সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনি আজিজুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য ১৮ আগস্ট করোনা আক্রান্ত হয়ে আজিজুর রহমান মৃত্যুবরণ করেন। জীবিতকালেই তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়ার ঘোষণাটি অবগত হন। যা ছিলো বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে এই বীরমুক্তিযোদ্ধার বহু কাংখিত বিষয়।
এ বছর পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট ব্যক্তিরা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, প্রয়াত কমান্ডার (অব.) আবদুর রউফ, প্রয়াত মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান।
চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির। সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার। এ ছাড়া শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছে।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক স্বীকৃতি। ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এ পুরস্কার দিয়ে আসছে সরকার। সর্বশেষ ২০১৯ সালে ১৩ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় আজ চলতি বছরের পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com