আতিককে দলীয় মনোনয়ন দিতে আপত্তি স্থানীয় আ’লীগের

October 21, 2021,

স্টাফ রিপোর্টার॥ সাবেক চেয়ারম্যানকে আবার নতুন করে দলীয় মনোনয়ন না দিতে দলের স্থানীয় নেতাকর্মীরা একাট্টা। তার ব্যক্তি ও দলীয় আচরণে ক্ষুব্দ হয়ে নেতাকর্মীরা উপজেলা ও জেলা নেতৃবৃন্দকে এমন লিখিত ও মৌখিক অভিযোগ দিয়েছেন।
জানা যায় কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিককে পুন:রায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না দেয়ার জন্য লিখিত আপত্তি জানিয়েছেন ওই ইউনিয়নের আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মৌলভীবাজার জেলা ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের কাছে লিখিত আবেদনে তার বিরুদ্ধে নানা অনিয়ম-দূর্নীতি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ তোলে ধরা হয়েছে। কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মছদ্দর আলী ও সাধারণ সম্পাদক মো. আপ্তাব আলীসহ ৯টি ওয়ার্ডে সভাপতি সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের স্বাক্ষরিত এই আবেদনপত্রে উল্লেখ করা হয়, গত নির্বাচনে আতিক দলীয় মনোয়ন পাওয়ার পর তার সঙ্গে কোনো বিদ্রোহী প্রাথী ছিলেন না। সেই নির্বাচনে তিনি বিজয়ী হওয়ার দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়ে পড়েন।
নির্বাচিত হওয়ার ৪ মাস পরই মৌলভীবাজারে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, সর্বজন শ্রদ্ধেয় বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আজিজুর রহমানের বিরোধীতা করেন প্রকাশ্যে। এরপর সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরোধীতা করেন তিনি। আওয়ামী পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ না রেখে তিনি অনিয়ম-দূর্নীতি জড়িয়ে পড়েন। টাকা ছাড়া দিতেন না সরকারি কোনো সেবা।
এ প্রসঙ্গে কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মছদ্দর আলী বলেন, বর্তমান চেয়ারম্যান আতিককে দলীয় মনোনয়ন না দেয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে জেলা ও উপজেলা কমিটির কাছে আবেদন করেছি। সে আসলেই একজন বিতর্কিত লোক। তার কারনে কর্মধায় দলের ভাবমুর্তি অনেকটা ক্ষুন্ন হয়েছে। দলের আর কোনো ক্ষতি আমরা চাই না। এর আগের উপজেলা কমিটিতে তাকে না রাখার জন্যও আমার জেলা ও উপজেলা কমিটির কারে লিখিত আবেদন করেছি। এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান লিখিত অভিযোগ পেয়েছি। এব্যাপারে জেলা নেতৃবৃন্দকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান গণমাধ্যমকর্মীদের জানান কোন চেয়ারম্যানের বিষয়ে অভিযোগ থাকলে মনোনয়ন বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com