আন্তজার্তিক তথ্য জানার অধিকার দিবস পালিত

September 29, 2018,

স্টাফ রির্পোটার॥ ‘উত্তম আইনের সঠিক প্রয়াস, টেকসই উন্নয়নে মুক্ত সমাজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তজার্তিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে মৌলভীবাজারে জেলা প্রশাসন এর উদ্যেগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর শনিবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো.ফজলুল আলী, মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আজিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব।

এতে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ সালাউদ্দিন, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com