আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে কমলগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

February 15, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার শ্রীসূর্য্য রথেরটিলা প্রাথমিক বিদ্যালয় মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার ১৫ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিছবাউর রহমান।
রংধনু স্পোটিং ক্লাবের আয়োজনে ১৬টি দলের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক সিকন্দর আলীর সভাপতিত্বে ও বিমল দত্ত রিপন এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, রহিমপুর ইউনিয়ন পরিষদের স্বর্নপদকপ্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, পতনউষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ, সমাজসেবক অলি আহমদ খান, প্রভাষক আব্দুল আহাদ, মাহমুদুর রহমান বাদশাহ। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন।
উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজার ৬-৪ গৌলে সমরগাঁও ফুটবল একাডেমী নবিগঞ্জকে পরাজিত করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com