আবার আসিব ফিরে
June 23, 2021,

মোঃ আবু তাহের॥
যেতে নাহি মন চায়,তবু যেতে হয়,
অজানা অচেনা,দূরে বহু দূরে
হিম শীতল,সাদা তুষারে ঢাকা,
উঁচু নীচু পাথরের পাহাড়,
বহু জাতির দেশ,কানাডায়।
দ্বারে দাঁড়িয়ে পথ রুদ্ধ করে
ছোট ‘রাক্কিবা’জিঙ্গাসে চুপে,
দাদা,কোন দিন আসিবে ঘুরে।
আসিব ফিরে দু’বছর পরে,
আল্লাহর হুকুম হইলে।
ভেজা চোখে খুকি মরে কয়
না গেলে হয় না বিদেশ বিপাকে,
এক বছর পর আসিবে ফিরে,
থাকবে দেশে মোদের কাছে
আর না ফিরে যাইবে সেথায়।
আবার আসিব ফিরে স্মৃতি জড়িত
শৈশব কিশোর,জীবন যেথায়,
আম কাঁঠালের বনের ধারে
বাঁশ বাগানের শীতল ছায়
পূর্ব পুরুষেরা চির নিদ্রায়।
সুমধুর আযান,পাখির কলতান,
সোনালি ধান ক্ষেতের মাঠের পাশে
শীতে শান্ত,বর্ষায় দুরন্ত দুর্জয়,
আঁকাবাঁকা মনু নদীর তীরে
আমার ছোট্ট সোনার গাঁয়।
মন্তব্য করুন