আমতৈল ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হলো

August 20, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের ৪০ জন ভিক্ষুকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার মাধ্যমে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হলো।

২০ আগস্ট বৃহস্পতিবার জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বছরব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান আমতৈল ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন।

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে মুরগি, মুরগির খাবার ও ঘর বিতরণ করা হয়। আমতৈল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক এ ঘোষণা প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় বর্তমান ও সাবেক চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com