আমাগী সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে চা শ্রমিকরা বঙ্গবন্ধুর পরিবার থেকে প্রার্থীতা চান

August 30, 2018,

বিকুল চক্রবর্তী॥ ১০ম জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে মৌলভীবাজারে সাধারণ ভোটারদের মধ্যে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনের মধ্যে মৌলভীবাজার-১ বড়লেখা জুড়ি ছাড়া বাকী ৩টি আসনেই রীতিমতো ভোটের আগে দলীয় প্রার্থী নির্বাচনের বিষয়টি নিয়ে ভোটাররা রয়েছেন উদবিগ্ন। এরই মধ্যে এবারের নির্বাচনী আলোচনায় ভিন্নমাত্রা যোগ করেছেন মৌলভীবাজার -৪ শ্রীমঙ্গল- কমলগঞ্জ নির্বাচনী এলাকার চা শ্রমিকরা। তারা চান এ আসনে বঙ্গবন্ধুর পরিবার থেকে কাউকে প্রার্থী দেয়া হোক। যার হাত ধরে এ এলাকার উন্নয়ন সাধিত হবে।

স্বাধীনতা যুদ্ধের পূর্বেই বঙ্গবন্ধু চা শ্রমিকদের ভোটাধিকার দিয়েছিলেন। সেই থেকেই বঙ্গবন্ধুকে তারা তাদের অভিবাবক হিসেবে দেখে আসছেন। আর সে অধিকারে তারা আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর কাছে দাবী রাখছেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে বঙ্গবন্ধুর পরিবার থেকে কাউকে নমিনেশন দিতে।

শ্রীমঙ্গল- কমলগঞ্জ উপজেলা নিয়ে মৌলভীবাজার-৪ সংসদীয় আসন। স্বাধীনতার পূর্ব থেকেই এই আসনে জনগনের প্রত্যক্ষ ভোটে সব সময়ই আওয়ামীলীগের প্রার্থী বিজয়ী হয়ে আসছেন। যার অন্যতম কারণ হলো এ আসনে অন্যান এলাকার চেয়ে সংখ্যালঘু ভোটার বেশি। এর মধ্যে বেশিরভাগই চা শ্রমিক।

আর এ আসনে বরাবরই জয়পরাজয় নির্ধারণ হয় চা শ্রমিকদের ভোটে। তাই এলাকার উন্নয়ন তথা নিজেদের সুখ দু:খের কথা সহজে বলার জন্য তারা বঙ্গবন্ধু তথা প্রধানমন্ত্রীর পরিবার থেকে কাউকে প্রার্থীতা প্রদানের আবেদন রাখছেন।

শুধু চা শ্রমিক নয় এ এলাকার আরো অনেক ভোটারের মন থেকে চাওয়া প্রধানমন্ত্রীর পরিবার থেকে  আসবে এ আসনের প্রার্থীতা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com