কমলগঞ্জে বন্যা দূর্গতদের আর্থিক সহায়তা উপহার

September 22, 2024,

স্টাফ রিপোর্টার : কমলগঞ্জে বন্যা দুর্গতদের পুনর্বাসনের লক্ষ্যে ইউকে ভিত্তিক সামাজিক সংগঠন পিচ বিল্ডার এর আর্থিক সহযোগিতায় ও সৈয়দ আব্দুর রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ‘আর্থিক সহায়তা উপহার’ দেওয়া হয়েছে।

২২ সেপ্টেম্বর দুপুরে কমলগঞ্জের পতন ঊষার ইউনিয়নের আহমদনগর দাখিল মাদ্রাসায় এই আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পিচ বিল্ডার এর প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি লিটার কে এম আবু তাহের চৌধুরী ও সভাপতি ড. এম এ লেইস এর উদ্যোগে অনুষ্ঠানে অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক মো: আজাদুর রহমান আজাদ, সাংবাদিক মু. ইমাদ উদ-দীন।

মাদ্রাসা সুপার আলম চৌধুরীর সভাপতিতে বক্তব্য রাখেন, সৈয়দ আব্দুর রহমান ট্রাস্টের সদস্য সচিব সাংবাদিক শাহনেওয়াজ চৌধুরী সুমন, আব্দুর রকিব চৌধুরী রোকন, কামরুজ্জামান চৌধুরী জগলু, মিজানুর রহমান শিপু প্রমুখ। স্বেচ্ছাসেবক ছিলেন সিরাজ উদ্দিন,আলী আহমদ তাজ, এইচ আই ইমন, মোস্তফা মিয়া,খলিল মিয়া।

‘আর্থিক সহায়তা উপহার’ অনুষ্ঠানে মৌলভীবাজারের বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকার ২৮ টি পরিবারের মধ্যে নগদ ৪ হাজার ৫’শ টাকা করে আর্থিক সহায়তা উপহার  প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com