আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘স্কুল-ডে’র উদ্বোধন

September 26, 2023,

স্টাফ রিপোর্টার॥ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিখন-শেখানো প্রক্রিয়ারসহ পাঠক্রমিক কার্যাবলীর অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে দু’দিনব্যাপী ‘স্কুল ডে’ উদযাপনের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ১ম দিনের অংশ হিসেবে শিখন-শেখানো প্রক্রিয়ার উদ্বোধন, বিজ্ঞান অলিম্পিয়াড, জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশনা ও এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক মো: মইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, ‘সহপাঠক্রমিক কার্যাবলি শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশে সহায়ক হয়। শিক্ষার্থীরা সহপাঠক্রমিক কার্যাবলিতে অংশ নিলে তাদের দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক বিকাশ ঘটে। তারা বিভিন্ন ধরনের পরিবেশে মানিয়ে নিতে শিখে।

সহপাঠক্রমিক কার্যাবলি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে। উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

সাইবা জামান সাবাহ ও তাহিয়া তাবাসুম ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার শিফট ইনচার্জ রোকসানা লস্কর।

আলোচনা সভা শেষে জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ-গান পরিবেশনা ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।

বিজ্ঞান ক্লাব, ডিবেটিং ক্লাব, বইপড়া ক্লাব ও সক্রিয় নাগরিক ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভাবিত পরিবেশ উন্নয়ন, সুষ্ঠুনগর পরিকল্পনা প্রণয়ন, বিদ্যুৎ উন্নয়নসহ প্রভৃতি প্রকল্প ঘুরে দেখেন।

২৭ সেপ্টেম্বর ২য় দিন বুধবার প্রকল্পের বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসক শিক্ষার্থীদের প্রশ্ন করার কথা রয়েছে। ওইদিন সাংস্কৃতিক উৎসব, বিতর্ক প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com