ইকরামুল মুসলিমীন ৫ জনের সৎকারসহ ৩৩ জনের দাফন-কাপন সম্পন্ন করেছে

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তাফাপুর ইউপির আজমেরু গ্রামের সমিরন দাশ সিলেট মাউন্ট এডোরা হসপিটালে পরলোকগমন করেন।
মৃতব্যক্তির ভাই লিটন দাশ ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর সৎকার টিম প্রধান মন্জু দাশে এর সাথে যোগাযোগ করলে, মন্জু দাশ ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ এহসানুল হক জাকারিয়ার সাথে যোগাযোগ করলে তিনি স্বাস্থবিধি মেনে সৎকার সম্পাদনের জন্য বলেন।
ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সৎকার সদস্য অবনী দাশকে সাথে নিয়ে মৃত্যব্যক্তির স্নান করান, এবং লাশ দাহ করার জন্য অস্থায়ী শ্বশানে তোলেন। স্নান করানোর পর আরেকটা সংগঠনের কিছু সদস্য গিয়ে উপস্থিত হন।
মৃতব্যক্তির পরিবারের একসদস্য মূখাগ্নী দেন এবং মন্জু দাশ, অবনী দাশ পুরো দাহ কার্য সম্পাদন করেন। এসময় ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার প্রতিষ্ঠাতা সভাপতি এহসান জাকারিয়া , বিশেষ সদস্য আব্দুর রুপ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস বাংলাদেশে যখন আক্রান্তের শুরু হয় তখন মাওঃ এহসানুল হক জাকারিয়া কয়েকজন সদস্য কে নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের অক্সিজেন, নেবুলা ইজার সহ করোনা নিশ্চিত মৃতদের দাফন কাফনের জন্য ইকরামুল মুসলিম মৌলভীবাজার প্রতিষ্ঠা করেন। এ পর্যন্ত ৫টি সৎকারসহ মোট ৩৩ জনের দাফন কাফন সম্পন্ন করেছেন। ইকরামুল মুসলিম মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা এহসান জাকারিয়া জানান, দেশের বর্তমানে পরিস্থিতি বিবেচনা করে মৌলভীবাজার জেলা জুড়ে বর্তমান ইকরামুল মুসলিম মৌলভীবাজার প্রস্তুত রয়েছে।
পাশাপাশি অন্যান্য সকল করোনায় আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত সকল সংগঠনকে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাওয়ার আহবান জানান।
মন্তব্য করুন