ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান, নির্ধারিত স্থানে কুরবানীর পশু জবাই ও জঙ্গিবাদ বিষয়ে মতবিনিময়
August 19, 2018,

আশরাফ আলী॥ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পৌর এলাকার মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান ও নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই এবং সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরোদ্ধে সচেতনতামূলক মতবিনিময় সভা মৌলভীবাজার পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৯ আগস্ট দুপুরে পৌর মিলনায়তনে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, কাউন্সিলর ফয়সল আহমদ, আয়াছ আহমদ, জালাল উদ্দিন, আসাদ হোসেন মক্কু, আনিসুজ্জামান বায়েস, স্বাগত কিশোর দাশ চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন।
এ সময় প্রায় ২শতাধিক ইমাম ও মোয়াজ্জিনকে সম্মানী ভাতা প্রদান করা হয়।
মন্তব্য করুন