ইসমাইল বর্ডার গার্ড পাবলিক হাই স্কুল ম্যানেজিং কমিটির সদস্যপদে পুনরায় নির্বাচিত

November 17, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাপ্তাহিক শ্রীমঙ্গল পরিক্রমার প্রধান সম্পাদক ইসমাইল মাহমুদ পরপর তৃতীয় বারের মতো মৌলভীবাজার জেলার সুনামধন্য বিদ্যাপীঠ শ্রীমঙ্গল বর্ডার গার্ড পাবলিক হাই স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মনোনীত হয়েছেন। বর্ডার গার্ড পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক নিশিকান্ত দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষানুরাগী-গণমাধ্যমকর্মী ইসমাইল মাহমুদ পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, দীপশিখা প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল ম্যানেজিং কমিটির প্রধান উপদেষ্টা এবং দি এক্সপার্ট কিন্ডাগার্টেন স্কুল ম্যানেজিং কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। তিনি জাতীয় শিক্ষাপদক ২০১৬-তে শ্রীমঙ্গল উপজেলার শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি, জাতীয় শিক্ষাপদক ২০১৭ ও ২০১৮-তে পরপর দুইবার শ্রীমঙ্গল উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য ইসমাইল মাহমুদ ২০১৪ সালে প্রথমবারের মতো শ্রীমঙ্গলস্থ বর্ডার গার্ড পাবলিক হাই স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মনোনীত হন। ২০১৬ সালে দ্বিতীয়বারের মতো এবং ২০১৮ সালে পরপর তৃতীয়বারের মতো একই প্রতিষ্ঠানে সদস্য পদে মনোনীত হন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com