ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টে মৌলভীবাজার চ্যাম্পিয়ান
January 20, 2019,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টে-২০১৯ এর ফাইনাল খেলায় মৌলভীবাজার জেলা দল ২য় বারের মত চ্যাম্পিয়ান হয়েছে।
১৯ জানুয়ারি শনিবার সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে মৌলভীবাজার জেলা ও সুনামগঞ্জ জেলার মধ্যকার ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টে এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রথমে ব্যাট করে সুনামগঞ্জ জেলা দল ৪৭ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৭ রান করে। জবাবে মৌলভীবাজার জেলা দল সাত উইকেটে ৪৬ ওভারে ১৪০ রান করে জয় নিশ্চিত করে। অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দল মৌলভীবাজার জেলা দলের পক্ষে আহাদ আহমদ ৪০ রান এবং হোসেন অপরাজিত ৪৩ রান করেন।
মন্তব্য করুন