ঈদের রাতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরনকারীর লাশ দাফন করে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমূখ ইউনিয়ের ঘোড়াখাল গ্রামের করোনা উপসর্গ নিয়ে মৃত মোঃ মিজানুর রশীদ এর গোসল, জানাযা ও দাফন সম্পন্ন করল তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার।
শুক্রবার ৩১ জুলাই রাত ৯.৩০ মিনিটে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন মোঃ মিজানুর রশীদ (৫০)। মৃত মোঃ মিজানুর রশীদ এর পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ রোকশানা ওয়াহিদ রাহী তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর সাথে যোগাযোগ করলে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন এর অনুমতিক্রমে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৃতের গোসল, জানাযা ও দাফন সম্পন করে।
রাত ৩টায় মৃত মোঃ মিজানুর রশীদ এর বাসভবনের সম্মুখে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর সিনিয়র সদস্য মাওলানা মাহফুজুর রহমানের ইমামতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়, এসময় তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর টিম প্রধান, সাইফুল ইসলাম সরকার জুনেদ, সহকারী টিম প্রধান, এস,এম গোলাম কিবরিয়া, জেলা টিম সমন্নয়কারী, সুমন আহমদ, সিনিয়র সদস্য, মোঃ মনির মিয়া, সিনিয়র সদস্য, আলমগীর আহমদ, সদস্য, শাহিন আহমদ, সদস্য, ইব্রাহীম শাহ রাহী ও মৃতের আত্বীয় স্বজন জানাযায় অংশ গ্রহন করেন।
উল্লেখ্য যে মৃত মোঃ মিজানুর রশীদ,ঘোড়াখাল গ্রামের মৃত হাজী আব্দুল খালিক এর পুত্র ও ২নং মনুমূখ ইউনিয়ের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ (বিএসসি) এর ভাতিজা।
মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৯১ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৩০৯০ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৭ জন। সুস্থ হয়েছেন ৫৭১ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ১৮ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫০ জনের।
মন্তব্য করুন