উবার (Uber) এখন মৌলভীবাজারেও

May 19, 2022,

স্টাফ রিপোর্টার॥ প্রবাসী ও পর্যটন অধ্যুষিত মৌলভীবাজারে যাতায়াতে পরিবহন সমস্যা সহজ করতে উবার যাত্রা শুরু করেছে মোটরবাইক সার্ভিস। গেল মাস থেকেই উবার মৌলভীবাজার জেলা শহরে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।
শহরের শাহ মোস্তফা রোড এলাকায় অফিস উদ্বোধন করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ৫০ জনের অধিক মোটরবাইক চালক তাদের কোম্পানির নিয়ম মেনে রেজিষ্ট্রেশন করেছেন। এখন তারা মাঠে কাজও করছেন। সফলতা পাচ্ছেন। উপকৃত হচ্ছেন যাত্রী ও চালক। উবার মৌলভীবাজার জেলায় সার্ভিস শুরু করাতে অনেক বেকার যুবক ও তরুণদের কর্মসংস্থান হয়েছে ও হবে।
জানা যায় উবার জেলা জুড়ে মোটরবাইক নিয়েই যাত্রা শুরু করেছে। পরবর্তীতে আসছে প্রাইভেট গাড়ি। মোটরবাইকে প্রতি কিলোমিটার রাখা হচ্ছে ৭ টাকা। তবে তাদের অ্যাপসের প্রমো ব্যবহার করলে থাকছে ২৯ শতাংশ কমিশন। উবার (Uber) ডোর টু ডোর সার্ভিস অ্যাপসের মাধ্যমে হওয়ায় সাশ্রয়ী মূল্যে এবং কম সময়ে মধ্যে যাতাযাত করা যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com