(ভিডিওসহ) একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ একজনকে এক বছরের সশ্রম কারাদন্ড

September 3, 2020,

সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর পশ্চিমভাড়াউড়া এলাকায় একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও বিক্রেতা মো. বদর আলী (৩২) এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর দুপুরে এই অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন।
অভিযানে অংশ নেন র‌্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি, র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সৌমেন মজুমদারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকায় কারেন্ট জাল ব্যবসায়ী বদর আলীর বাড়ী থেকে বিক্রির জন্য রাখা বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় বিক্রির জন্য রাখা কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। করেন্ট জাল আনুমানিক ২৫-৩০ কেজি হবে। যার মূল্য ১০ লক্ষ্য টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পশ্চিম ভাড়াউড়া নামক এলাকা থেকে কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ আইন অনুযায়ী ১ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। পরে তাকে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে।
র‌্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কামান্ডার মেজর আহমেদ নোমান জাকি বলেন, আমরা গোপনে এই কারেন্ট জাল বিক্রয়ের খবর পাই। ভাড়াউড়া এলাকায় একজন ব্যবসায়ী অনেকদিন যাবত কারেন্ট জাল ব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে আমাদের টিম সেখানে যায়। এবং মোবাইল কোর্ট পরিচালনা করে আমরা বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com