একাত্তর টেলিভিশনের জনপ্রিয়তার কারনে অবহিত ও সর্তককরণ বিজ্ঞপ্তি

May 21, 2017,

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এইচডি সংবাদভিত্তিক বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল “একাত্তর টিভি“ প্রতি ঘন্টার সংবাদ, যখন ঘটনা সেখান থেকে ফলোআপ লাইভ কাভারেজ এবং একাত্তর জার্নালের মতো অনুষ্ঠানগুলো ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়েছে।
৭১ টিভি‘র ব্যাপক জনপ্রিয়তার কারনে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ইন্টারনেট ও ওয়েবসাইডগুলোতে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের অনুমোদনবিহীন ৭১ ডটটিভি, নিউজটিভি, পোর্টালটিভি, ৭১ডটনিউজ, ৭১ অনলাইন ডটকম,৭১টুয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন নামে খবর পরিবেশনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বর্তমানে মৌলভীবাজার জেলা ও বিভিন্ন উপজেলায় কথিত এসব প্রতিষ্ঠানের আইডি কার্ড সম্বলিত এক শ্রেণীর সংবাদকর্মীরা প্রশাসনিক নানা দপ্তরে গিয়ে তদবির, ব্যক্তিগত সুযোগ সুবিধা আদায়সহ নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়ছেন।
সম্প্রতি চলমান এই বিষয়টি আমার দৃষ্টিগোছর হওয়ায় “একাত্তর টেলিভিশন‘র একজনই  মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসাবে বিনয়ের সাথে মৌলভীবাজার জেলা সদর এবং সকল উপজেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তর এবং জেলায় কর্মরত সাংবাদিকদের অবগতির জন্য জানাচ্ছি যে, একাত্তর মিডিয়া লিমিটেডের একটি মাত্র প্রতিষ্ঠান আর তা হচ্ছে, জনপ্রিয় বেসরকারী স্যাটেলাইট চ্যানেল “একাত্তর টেলিভিশন“। যেটি মৌলভীবাজার জেলার সম্মাণিত ক্যাবল সিস্টেম কর্তৃপক্ষ অন্যান্য টেলিভিশন চ্যানেলের সাথে সমন্বয় রেখে দর্শকদের জন্য সম্প্রচার করে আসছে।
এছাড়াও বর্তমান সময়ে এসে দর্শক জনপ্রিয়তার কারনে একাত্তর টেলিভিশন জেলা সদর এবং প্রতিটি উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, নানা অনিয়ম, অসংগতি, দূনীর্তিসহ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং বিভিন্ন অপতৎপরতা সংবাদ এবং সংবাদের বিশ্লেষন ছাড়াও ঘটনাস্থল থেকে সরাসরি তা সম্প্রচার করছে। তাই পেশাগত কাজের সুবিধার্থে এবং এসব অপসাংবাদিকতার কারনে অবহিতকরণ হিসাবে জানাচ্ছি যে, একাত্তর টেলিভিশন‘র একমাত্র জেলা প্রতিনিধি ( আহমেদ ফারুক মিল্লাদ ) এবং কর্তৃপক্ষের নিদের্শনা থাকার পরও কোন সহযোগী কিংবা ফটো সাংবাদিক কিংবা ক্যামেরাপার্সন নিয়োগ দেয়া হয়নি।
সেজন্যে যদি কেউ টেলিভিশনের নাম ভাঙিয়ে কোন ফোন ব্যবহার করে কিংবা ব্যক্তিগত ভাবে কোন অবৈধ সুযোগ সুবিধা আদান প্রদান করেন। তবে সেটার দায়ভার টেলিভিশন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রতিনিধি বহন করবে না। তাই টেলিভিশনটির সম্মাণিত সকল দর্শক, শুভাকাংখী, জেলার সকলস্তরের প্রিয় সাংবাদিক সহকর্মী বন্ধুগন এবং দায়িত্বশীল প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবহিত করা যাচ্ছে।
 আহমেদ ফারুক মিল্লাদ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
অফিস মোবাইল নম্বর ০১৮৪১-৭১০১৩৩ এবং ০১৭১৫-১৫৯৩৯৩।
ফেইসবুক লিংক- ekattor.tv
ওয়েবসাইড- www.ekattor.tv
৫৭, শহীদ সারওয়াদী এভিনিউ, বারিাধারা, ঢাকা।
 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com