একাদশ জাতীয় সংসদ নির্বাচন : সুজনের উদ্যোগের মৌলভীবাজার-৪ আসনে জনগণের মুখোমুখি প্রার্থীদের অঙ্গীকার

December 13, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহবানে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের প্রতিদ্বন্দি প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। ১৩ ডিসেম্বর বৃহষ্পতিবার সকাল ১১টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করে সুজন কমলগঞ্জ উপজেলা কমিটি। এ সময় আওয়ামীলীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনসহ তিন এমপি প্রার্থী জনগণের মুখোমুখী হন। প্রার্থীরা দল ও তাদের পক্ষ থেকে নির্বাচনে বিজয়ী হলে বা না হলেও কে কি করবেন সে সম্পর্কে বক্তব্য রাখেন। এ সময় তাঁরা জাতীয় ও স্থানীয় পর্যায়ে তাদের বিভিন্ন পরিকল্পনার কথা জনগণের সামনে তুলে ধরেন। গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের বিভিন্ন দিক তাদের বক্তব্যে প্রাধান্য পায়। 

সুজন কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি প্রবীন শিক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্য্যরে সভাপতিত্বে সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন সুজন মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক জহর লাল দত্ত। জনগণের মুখোমুখি অনুষ্ঠানে প্রার্থীদের মধ্যে অংশ নেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, বিএনপি মনোনীত প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ছালাউদ্দিন। তবে এ আসনের গণফোরামের প্রার্থী অ্যাড. শান্তিপদ ঘোষ জনগণের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত হননি। অনুষ্টানে প্রার্থীরা সাধারণ ভোটারের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রার্থীরা পরষ্পরের হাত ধরে শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার করেন। সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ার শপথ করেন উপস্থিত ভোটাররাও।

জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী সুশীল সমাজ, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজনের উপস্থিতিতে শিক্ষিত যুবকদের জন্য কর্মসংস্থান, নৃ-গোষ্টী ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না, জনগণ নির্বিঘেœ ভোট দিতে পারবে কি না ইত্যাদি প্রশ্ন প্রার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেন।

সবশেষে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান এবং সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের আহবান জানিয়ে সুজনের সাংস্কৃতিক প্রচারণার অংশ হিসেবে শিল্পীরা জারি গান পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com