একের পর এক ফলাফলে সাফল্য জেএসসিতে বড়লেখা আর,কে লাইসিয়াম স্কুলের ৮ ট্যালেন্টপুলসহ ৪২ জনের বৃত্তি লাভ

May 17, 2016,

বড়লেখা প্রতিনিধি॥ ধারাবাহিকতা বজায় রেখে পিএসসি, জেএসসি সহ এসএসসি পরীক্ষায় একের পর এক ফলাফল সাফল্য দেখিয়ে জেএসসিতে বড়লেখার রোকেয়া খাতুন (আর,কে) লাইসিয়াম স্কুলের ৮জন ট্যালেন্টপুলসহ ৪২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
২০১৫ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বড়লেখা উপজেলায় জেএসসিতে ১০ জন ট্যালেন্টপুল ও ৫৭ জন সাধারন বৃত্তির মধ্যে একাই আরকে লাইসিয়াম স্কুল ৮জন ট্যালেন্টপুল ও ৩৬ জন সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। আরকে লাইসিয়াম স্কুলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভকারী শিক্ষার্থীরা হলেন আনাফ আকিল, কুমার অনন্ত উৎস শর্মা চৌধুরী, নাইমুল ইসলাম ফাহিম, আব্দুল আহাদ, মাছুমা আক্তার, রওশন মরিয়ম তুলি ও স্বর্ণা দাস। পিএসসি, জেএসসি সহ এসএসসি পরীক্ষায় ধারাবহিকতা বজায় রেখে জেএসসিতে বৃত্তি লাভের খবরে সোমবার ১৬ মে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের মাঝে উৎসবের বন্যা বয়ে যায়। খবর পেয়ে বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী উৎসবের আনন্দে শরীক হন। এসময় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নগেন্দ্র দেবনাথ, পরিচালনা কমিটির সদস্য মছরুর আলম চৌধুরী, সাংবাদিক লিটন শরীফ, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক কৃপেশ দেবনাথ সহ স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ১১ মে বধুবার এসএসসি পরীক্ষার ফলাফলেও ৩০জন জিপিএ৫ সহ শতভাগ পরীক্ষার্থী পাস করেছিল। এসএসসি পরীক্ষায় স্কুলের বিজ্ঞান ও মানবিক বিভাগে ৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এর মাঝে ৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, তার মধ্যে আবার ১০ জন গোল্ডেন জিপিএ ৫ শতভাগ পরীক্ষার্থী পাস করেছিল।
২০১৫সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ ৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলেও বড়লেখা উপজেলার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের ২৮জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ৯ জন শিক্ষার্থী সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছিল।
বংশোব্দুত সুমন ও সুরভী দুজনেই আগে লন্ডনের হোটেলে কর্মরত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com