এখনও জমে উঠেনি জেলা শহরের কুরবানির পশুর হাট : পর্যাপ্ত গবাদি পশু হাটে উঠলেও ক্রেতা কম

July 30, 2020,

স্টাফ রিপোর্টার॥ এখনও জমে উঠেনি মৌলভীবাজার পৌরসভা আয়োজিত কুরবানির পশুর হাট। বৃহস্পতিবার দূপুরের হাটে গেলে দেখা যায় পর্যাপ্ত গরু উঠলেও ক্রেতার উপস্থিতি খুবই কম। গত ২৪ জুলাই শুক্রবার থেকে জেলা শহরের এম সাইফুর রহমান স্টেডিয়ামের বাহিরে হাট শুরু হয় কুরবানির পশুর হাট। প্রতিবছর ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ীভাবে জেলার সবচেয়ে বড় গবাদি পশুর হাট বসে এই স্থানে।
হাটের ইজারাদার আতাউর রহমান জানান গত বছর এই সময় পশু বেচা-কেনা জমজমাট ছিল। করোনার কারেণে অনেকেই হাটে পশু কিনতে আসছেন না। এতে করে এ বছর তারা ক্ষতির সম্মুখিন হচ্ছেন।
করোনার কারণে হাটের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থা, জীবাণুনাশক চেম্বার স্থাপনসহ হাটের অভ্যন্তরে ক্রেতা-বিক্রেতাদের এবং পশু হাসপাতালের চিকিৎকরা পশুর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিশ্চিত করা হচ্ছে।
পৌর মেয়র ফজলুর রহমান আরো জানান করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে আসন্ন কোরবানির ঈদে পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থান নেয়া হয়েছে। পুলিশ কন্টোলরোম, সিসি ক্যামেরা, অনলাইনের মাধ্যমে পশু ক্রয় বিক্রয়ের ব্যবস্থা। হাটের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থা, জীবাণুনাশক চেম্বার স্থাপনসহ হাটের অভ্যন্তরে ক্রেতা-বিক্রেতাদের এবং পশু হাসপাতালের চিকিৎকরা পশুর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিশ্চিত করা হয়েছে। এছাড়াও থাকবে জাল নোট সনাক্তকরনের জন্য সোনালী ব্যাংক এর অস্থায়ী শাখা রয়েছে। পশুরহাট কেন্দ্রিক আলাদা নিরাপত্তায় সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ কন্ট্রোলরুমসহ মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর, স্টাফ কর্মচারীরা নিয়োজিত রয়েছেন। এ বছর মৌলভীবাজার পৌরসভা ১৬ লক্ষ ২০হাজার টাকা মুল্যে ইজারা দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com