এখন গ্রামেও অনার্স পড়া যায়-পরিবেশমন্ত্রী

February 16, 2021,

আব্দুর রব॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এজন্য করোনাকালেও যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া হয়েছে। উচ্চ শিক্ষা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রামেও অনার্স কলেজ স্থাপন করা হচ্ছে। কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই এখন গ্রামেও শিক্ষার্থীরা অনার্স পড়া সুযোগ পাচ্ছে।
তিনি ১৫ ফেব্রুয়ারী সোমবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরী ইমনের সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মীর নাহিদ আহসান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান মো. সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com