এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরন কর্মশালা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনাালয়ের আওতায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ অক্টোবর সকালে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের আওতায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরন কর্মশালা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বুরো মৌলভীবাজার অফিসের আয়োজনে জেলা প্রশাসন মৌলভীবাজার ও শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউট, ঢাকা বিশ^ বিদ্যালয়ের সহযোগিতায় দিন ব্যাপী কর্মশালা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, পৌরসভার মেয়র ফজলুর রহমান। কর্মশালায় অংশ গ্রহনকারীরা আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অগ্রগতি নিয়ে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন।
বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বুরো মৌলভীবাজার অফিসের সহকারি পরিচালক আমিরুল কবীর, আরডিআরএস বাংলাদেশের প্রোগ্রাম হেড মো: আব্দুল মন্নান,সিনিয়র পোগ্রাম ম্যানেজার দেলোয়ার হোসেন, শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউট, ঢাকা বিশ^ বিদ্যালয়ের ড.আবদুস সালাম। কর্মশালায় জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা,উপজেলা শিক্ষা কর্মকর্তাগন, জেলার শিক্ষকগন, অভিবাবকগন, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন