এতিমখানায় পড়াশুনা করে অনেকেই মেধার স্বাক্ষর রাখছে-যুগ্ম সচিব বিজয় কৃষ্ণ

May 14, 2022,

আব্দুর রব॥ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিজয় কৃষ্ণ দেবনাথ বলেছেন, এতিমখানায় পড়াশুনা করে অনেকেই মেধার স্বাক্ষর রাখছে। বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা অর্জন করছে। ডিসি, এসপির মতো গুরুত্বপূর্ণ পদে সরকারি দায়িত্ব পালন করছে। এতিমদের ব্যাপারে সরকার খুবই আন্তরিক, তাদের কল্যাণে কাজ করছে। সারা দেশের রেজিষ্ট্রেশন প্রাপ্ত এতিমখানার শিক্ষার্থী প্রতি মাসিক ২ হাজার টাকা হারে ক্যাপিডেশন গ্রান্ট দিচ্ছে। এতিম শিক্ষার্থীদের পড়াশুনায় আরো বেশি মনোযোগী হতে হবে।

শুক্রবার সন্ধ্যায় বড়লেখা উপজেলার কাঠালতলী দারুল ফুরকান মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শণ এবং এতিম শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় সহকারি কমিশনার (ভুমি) মোঃ জাহাঙ্গীর হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী মহিউদ্দিন আহমদ গোলজার, মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম লুৎফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com